নয়াদিল্লি: সোয়াইন ফ্লুতে আক্রান্ত বিজেপি সভাপতি অমিত শাহ ভাল আছেন, ক্রমশঃ সুস্থ হচ্ছেন, দুএকদিনেই এইমস থেকে ছাড়া পাবেন। গতকালই অসুস্থ বোধ করায় এইমস-এ ভর্তি হন অমিত শাহ, নিজেই ট্যুইট করে জানান তা। তাঁর সোয়াইন ফ্লু হয়েছে বলে জানা যায়। হাসপাতালের তরফে জানানো হয়, এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার তদারকিতে ডাক্তারদের একটি দল তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। তিনি বুকে সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন।
দলের মিডিয়া শাখার প্রধান তথা রাজ্যসভা সদস্য অনিল বালুনি আজ বলেন, বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহজি ভাল হয়ে উঠছেন। দু-একদিনেই ছাড়া পাচ্ছেন। আপনাদের সবার শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
বিজেপি সভাপতি হাসপাতালে ভর্তি হওয়ার আগেই গত রবিবার রাতে চিকিত্সা করাতে আমেরিকা রওনা হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। গত বছরের এপ্রিলে কিডনির অসুখ ধরা পড়ে তাঁর। এইমস-এ কিডনি প্রতিস্থাপন করেন তিনি। সেখানে চেকআপও হয়। সূত্রের খবর, ‘নিয়মিত স্বাস্থ্যের চেক আপ’ করাতে মার্কিন মুলুক গিয়েছেন ৬৬ বছরের জেটলি। এসপ্তাহের শেষেই দেশে ফিরবেন। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সহ বিরোধী শিবিরের একাধিক নেতা তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন, যাঁদের মধ্যে আছেন লালুপ্রসাদ যাদব, ওমর আবদুল্লাও। রাহুল ট্যুইট করেন, অরুণ জেটলিজি ভাল নেই, শুনে খারাপ লাগছে। ওনার সঙ্গে রোজ আমাদের আদর্শ, ভাবনাচিন্তার প্রশ্নে লড়াই হয়। কিন্তু আমি ও কংগ্রেস দল ওনাকে আমাদের ভালবাসা জানাচ্ছি, দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে কংগ্রেস আপনার ও আপনার পরিবারের পাশে ১০০ শতাংশ রয়েছে। পি চিদম্বরম, সলমন খুরশিদরাও জেটলির অসুস্থতার খবরে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন।