এদিকে ফয়সলের চাকরি ছেড়ে রাজনীতিতে নামার জোর জল্পনা চলছে। তিনি ন্যাশনাল কনফারেন্সে যাচ্ছেন, এমনকী লোকসভা ভোটে তাদের প্রার্থী হতে পারেন বলে খবর। ইতিমধ্যেই এনসি সহ সভাপতি তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্রীখব ওমর আবদুল্লা ফয়সলের সিদ্ধান্তের সমর্থনে ট্যুইট করেছেন, আমলাতন্ত্রের লোকসান, রাজনীতির লাভ। শাহ ফয়সলকে স্বাগত। যদিও তিনি তাঁকে এনসি-তে স্বাগত জানাননি বলে সাফাই দিয়েছেন ওমর। ট্যুইট করেছেন, ওঁকে রাজনীতির দুনিয়ায় স্বাগত জানিয়েছি। ওঁর ভবিষ্যত্ রাজনীতির পরিকল্পনা উনিই বলবেন। পেশায় ডাক্তার ফয়সল উচ্চশিক্ষার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার আগে ছিলেন জম্মু ও কাশ্মীর পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমডি। গত বছর ধর্ষণ সংক্রান্ত তাঁর একটি ট্যুইটে ক্ষোভ প্রকাশ করেছিল সরকার। কেন্দ্রের তরফে জম্মু ও কাশ্মীর প্রশাসনকে ফয়সলের ট্যুইট তদন্ত করে দেখতে বলা হয়। কেন্দ্র বলেছিল, সরকারি দায়িত্ব পালনে চূড়ান্ত সততা, দায়বদ্ধতা পালনে ব্যর্থ উনি। কাশ্মীরে ‘লাগাতার হত্যাকাণ্ড’: চাকরি ছাড়লেন ২০০৯-এর আইএএস টপার শাহ ফয়সল, যোগ দিতে পারেন ন্যাশনাল কনফারেন্সে
Web Desk, ABP Ananda | 09 Jan 2019 09:26 PM (IST)
শ্রীনগর: কাশ্মীরে বিরামহীন হত্যাকাণ্ড, ভারতীয় মুসলিমদের প্রান্তিক, কোণঠাসা করে দেওয়ার অভিযোগ তুলে সরকারি চাকরি ছাড়ার ঘোষণা করলেন কাশ্মীরের আমলা শাহ ফয়সল, যিনি ২০০৯-এর আইএএস পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছিলেন। ফেসবুক পোস্টে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে তিনি লিখেছেন, কাশ্মীরে লাগাতার হত্যাকাণ্ড চলছে। কেন্দ্রীয় সরকারের দিক থেকে সমস্যা সমাধানে আন্তরিক প্রয়াসের অভাব রয়েছে। প্রায় ২০ কোটি ভারতীয় মুসলিম হিন্দুত্ববাদীদের হাতে কোণঠাসা হয়ে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার ওপর ভয়াবহ আক্রমণ চলছে। উগ্র জাতীয়তাবাদের নামে মূল ভারতীয় ভূখণ্ডে অসহিষ্ণুতা, ঘৃণার সংস্কৃতি জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে আইএএস চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলাম। কাশ্মীরীদের জীবন মূল্যবান।