ভুবনেশ্বর: বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিজেপি সভাপতি অমিত শাহকে স্বাগত জানালেন ওডিশার দলীয় কর্মীরা। কাল থেকে শুরু হচ্ছে বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে আজ ভুবনেশ্বরে পৌঁছন বিজেপি সভাপতি। সেখানে বিশেষভাবে তৈরি দুটি মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান দলীয় কর্মীরা। একটি মালায় ২১টি পদ্ম এবং অপর মালাটিতে ১৪৭টি পদ্ম ছিল। এই সংখ্যা দুটি প্রতীকী। ওডিশায় মোট ২১টি লোকসভা আসন এবং ১৪৭টি বিধানসভা আসন। তার মধ্যে বিজেপি-র দখলে যথাক্রমে মাত্র ১ ও ১০টি। এবার সবকটিই জেতার লক্ষ্যে সর্বভারতীয় সভাপতির সাহায্য চেয়ে তাঁকে মালা পরিয়েছেন রাজ্য নেতারা।
আজ দুপুর দেড়টা নাগাদ বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিজেপি সভাপতি। তাঁকে স্বাগত জানান বিজেপি নেতারা। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রাজ্য বিজেপি সভাপতি বসন্ত পন্ডা। আজ সন্ধ্যায় বিজেপি দফতরে ওড়িয়া নববর্ষ পালনের অনুষ্ঠানেও যোগ দেন অমিত শাহ।
২১ ও ১৪৭টি পদ্মের মালা পরিয়ে ওডিশায় অমিত শাহকে স্বাগত বিজেপি কর্মীদের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Apr 2017 09:08 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -