নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। রাজস্থানে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের লোকসভা কেন্দ্র জয়পুর গ্রামীণে বিজেপি-র এক সভায় অমিত বলেছেন, ‘আরে বাবুয়া, আমাকে বলো ভাই তোমরা ৭০ বছরে কী করেছো? ৭০ বছর ধরে তোমাদের তিন প্রজন্ম ক্ষমতায় ছিল। তাঁরা যদি সব কাজ করতেন, তাহলে মানুষকে শৌচাগার বা গরিব মায়েদের গ্যাস সিলিন্ডার দেওয়ার সৌভাগ্য আমাদের হত না।’ রাহুলকে আক্রমণ করে বিজেপি সভাপতি আরও বলেছেন, তাঁর সঙ্গে মাটির কোনও যোগাযোগ নেই। তিনি কখন ছুটিতে যান আর কখন ফিরে আসেন, সেটা কেউ জানে না।

সম্প্রতি কয়েকটি রাজ্যে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনগুলিতে বিজেপি-র হারের পর বিরোধীদের উল্লসিত হওয়া নিয়েও কটাক্ষ করেছেন অমিত। তিনি বলেছেন, ‘আমরা আটটি উপনির্বাচনে হেরেছি, তবে বিরোধীদের কাছ থেকে ১৪টি রাজ্য ছিনিয়ে নিয়েছি। কয়েকটি উপনির্বাচনে জিতেই বিরোধীরা খুশি। আমরা সৌভাগ্যবান যে এই ধরনের বিরোধী পেয়েছি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বিজেপি সভাপতি বলেছেন, ‘আমরা সৌভাগ্যবান যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদী দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বগুরু হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে। দেশের মানুষের জীবনে বদল আনার ক্ষেত্রে অনেক কাজ করেছে মোদী সরকার। ৫০ কোটি নাগরিকের জীবনে এর ইতিবাচক প্রভাব পড়েছে। কেন্দ্রীয় সরকার ৭.৫ কোটি শৌচাগার বানিয়েছে, ৪ কোটি গ্যাস সিলিন্ডার বিলি করেছে, সব গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর এক কোটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, এক কোটি বাড়ি তৈরি করেছে এবং ৩০ কোটিরও বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে।’