মুম্বই: ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট খুব শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন অমিত শাহ। বিজেপি সভাপতি গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও প্রধান। কাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত, পাকিস্তান।


তার প্রাক্কালে তিনি বললেন, আন্তর্জাতিক টুর্নামেন্টে যথারীতি খেলা চালিয়ে যাবে ভারত, পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তানও খেলতে আসছে না ভারতে।

পাশাপাশি রাজ্যে দলের সাংগঠনিক ভিত মজবুত করতে তিনদিনের মহারাষ্ট্র সফরে আসা অমিত শাহের দেখা করার কথা রয়েছে শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে। নানা ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে চলেছে শরিক দলটি। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী বাছাইয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে বিজেপি সব শরিকের সঙ্গে কথা বলবে বলে জানান তিনি। শিবসেনা ইতিমধ্যে ভারতের সবুজ বিপ্লবের রূপকার বলে পরিচিত কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনের নাম রাষ্ট্রপতি পদে সুপারিশ করেছে।

গত দুটি রাষ্ট্রপতি ভোটে তারা কংগ্রেস মনোনীত প্রতিভা পাতিল ও প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেছিল।