নয়াদিল্লি: কেরলে বাম জোট ক্ষমতায় ফেরার পর বিজেপি  কর্মী খুনের ঘটনায় সিপিএমকে দোষী করে তীব্র প্রতিক্রিয়া জানালেন অমিত শাহ। গত বৃহস্পতিবার ইদাভিলাঙ্গুতে সিপিএমের বিজয় মিছিল ঘিরে সংঘর্ষের জেরে ইটের  ঘায়ে জখম হন প্রমোদ নামে ওই বিজেপি কর্মী। পরদিন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সিপিএমই দোষী, ট্যুইট করে দাবি করেছেন বিজেপি  সভাপতি।


ট্যুইটে লিখেছেন, আমাদের কর্মকর্তা (প্রমোদ)-র নৃশংস হত্যাকাণ্ডের খবরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছি। শাসক বামেদের এমন কাজ গণতান্ত্রিক আবহ, মাত্র দু দিন আগেই রাজ্যবাসীর তাদের পক্ষে দেওয়া জনাদেশকে লঙ্ঘন করছে। আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে আমরা আশঙ্কায় ভুগছি। এমন অগণতান্ত্রিক বাম শাসনের বিরুদ্ধে ওদের লড়াইয়ে পাশে থাকার ভরসা দিচ্ছি। আমি এ ব্যাপারে কেন্দ্রীয় স্তরে একটি কমিটি তৈরির নির্দেশ দিয়েছি। কমিটি কেরলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে।

ঘটনাচক্রে ভোটের প্রচারে কেরল দলীয় কর্মীদের ওপর বামেদের হামলার অভিযোগ সামনে এনে তাকে বড় ইস্যু করে বিজেপি। এমনকী দলের কর্মী-সমর্থকদের আবেগে আঘাত করতে পারে বলে জানিয়ে সিপিএম-জোটকে ভোটে জয়ের জন্য অভিনন্দনও জানাননি অমিত।