উজ্জয়িনী: চলতি সিমহস্থ কুম্ভ মেলায় বুধবার দলিত সাধুদের সঙ্গে সমরাস্ত স্নান ও ভোজে যোগ দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সামাজিক সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলাই এই স্নান ও ভোজের উদ্দেশ্য বলে দাবি বিজেপি নেতৃত্বের। বৃহস্পতিবার এই মেলায় আসার কথা আরএসএস প্রধান মোহন ভাগবতের। তিনিও আদিবাসীদের সঙ্গে ভোজ সারবেন। শনিবার আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। উত্তরপ্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে হিন্দুত্ব আবেগকে ফের উস্কে দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই প্রয়াস বলে মত পর্যবেক্ষকদের।

 

এদিন স্নান করার সময় বিজেপি সভাপতির সঙ্গে ছিলেন বাল্মিকী ধামের বালযোগী উমেশনাথ গিরি সহ দলিত সাধুরা। স্নান করার পর তাঁদের সংবর্ধনা দেন অমিত শাহ। এরপর তিনি বিভিন্ন আখরার প্রধানদেরও সংবর্ধিত করেন। শেষে দলিত সাধুদের সঙ্গে সমরাস্ত ভোজেও যোগ দেন বিজেপি সভাপতি।

 

এদিন আদি শঙ্করাচার্যের জন্মদিবস ছিল। সেকথা উল্লেথ করে অমিত শাহ বলেন, তিনি ও দলের কর্মীরা সাধুদের আশীর্বাদ চান। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ভারতকে বিশ্বগুরু করে তুলতে চায়। সেজন্য সাধুদের আশীর্বাদ প্রয়োজন।

 

স্নান করার আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে বাল্মিকী ধামে অখিল ভারতীয় আখরা পরিষদের প্রধান নরেন্দ্র গিরি, জুনা আখরা পিঠের প্রধান অবদেশানন্দ এবং বাল্মিকী ধামের প্রধান পিঠাধীশ্বর উমেশনাথ সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি-ই একমাত্র দল যারা দেশের সংস্কৃতিকে গুরুত্ব দেয়।

 

দলিত সাধুদের সঙ্গে বিজেপি সভাপতির স্নানের বিরোধিতা করেছিলেন ভিন্ন বর্ণের সাধুরা। তবে পরে তাঁরা অবস্থান বদল করেন। তাঁদের বক্তব্য, সব বর্ণের সাধুরাই এই স্নানে যোগ দিয়েছেন। তাই তাঁদের আর কোনও আপত্তি নেই।