কেরলে সিপিএমের ‘লাল সন্ত্রাসের’ বিরুদ্ধে পদযাত্রায় বেরোচ্ছেন অমিত শাহ
Web Desk, ABP Ananda | 01 Oct 2017 03:32 PM (IST)
তিরুঅন্তপুরম: কেরলে সিপিএমের বিরুদ্ধে লাল সন্ত্রাস এবং রাজনৈতিক ফ্যাসিজমের অভিযোগে মঙ্গলবার কান্নুর জেলার পায়ান্নুর থেকে ১৫ দিনের পদযাত্রার সূচনা করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই পদযাত্রায় বিজেপি সভাপতি ছাড়াও থাকবেন কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্য বিজেপি নেতারা। বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য ভি মুরলীধরন বলেছেন, ‘জনরক্ষা যাত্রা’-র নেতৃত্বে থাকবেন কেরলের বিজেপি সভাপতি কুম্মানাম রাজশেখরন। নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি, অনন্ত কুমার, ধর্মেন্দ্র প্রধান, রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, মহেশ শর্মা, ভি কে সিংহ, আলফন্স কান্ননথানমরা বিভিন্ন দিনে এই পদযাত্রায় যোগ দেবেন। ১১টি জেলাজুড়ে চলবে এই যাত্রা। মুরলীধরনের অভিযোগ, ‘কেরলে তাদের ঘাঁটিতে অন্য কাউকে প্রবেশ করতে দিতে নারাজ সিপিএম। কেউ শক্তিবৃদ্ধির চেষ্টা করলেই তাদের নিকেশ করা হচ্ছে। রাজ্যে বেশিরভাগ রাজনৈতিক খুনের কারণ এটাই। এই পদযাত্রার মাধ্যমে মার্কসবাদী পার্টির অসহিষ্ণুতা ও রাজনৈতিক ফ্যাসিজম প্রকাশ করে দেওয়া হবে। জনতাকে আত্মবিশ্বাসও জোগানো হবে।’ মুরলীধরন আরও বলেছেন, পায়ান্নুরে সম্প্রতি একের পর এক রাজনৈতিক হিংসার ঘটনা দেখা গিয়েছে। সেই কারণেই এই অঞ্চল থেকে পদযাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমিত শাহ তিনদিন পদযাত্রায় থাকবেন। তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জন্মস্থান পিনারাই শহরের উপর দিয়ে পদযাত্রা নিয়ে যাবেন। ১৭ অক্টোবর যাত্রার শেষদিনে থিরুঅনন্তপুরমেও থাকবেন বিজেপি সভাপতি।