উল্লেখ্য, ২০১০-এ নাম বিতর্কে শিবসেনার রোষের মুখে পড়ে শাহরুখ অভিনীত "মাই নেম ইজ খান"। সামনেই 'রঈস'-এর মুক্তি, রাজ ঠাকরের সঙ্গে দেখা করলেন শাহরুখ
Web Desk, ABP Ananda | 11 Dec 2016 09:26 PM (IST)
মুম্বই: "রঈস"-এর মুক্তি নিয়ে কোনও রিস্ক রাখতে চাইছেন না বলিউড সুপারস্টার শাহরুখ খান। মুক্তির আগেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করলেন তিনি। এর আগে পাকিস্তানি শিল্পী ফাওয়াদ খান অভিনয় করায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার রোষের মুখে পড়তে হয় কর্ণ জোহর পরিচালিত "অ্যায় দিল হ্যায় মুশকিল"কে। উরিতে জঙ্গি হামলার নিন্দায় পাক শিল্পীদের বয়কটের ডাক দেয় এমএনএস। এ দেশ ছেড়ে তাঁদের চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। মাল্টিপ্লেক্সগুলিতেও "অ্যায় দিল... " চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা। শেষমেশ এমএনএস প্রধান রাজ ঠাকরে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের সঙ্গে পরিচালক গিল্ডের বৈঠকের পর সেই জট কাটে। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের "রঈস"। এই ছবিতে অভিনয় করেছেন পাক অভিনেত্রী মাহিরা খান। "রঈস" নিয়ে যাতে কোনও বাধার মুখে পড়তে না হয়, তাই আজ সন্ধ্যেয় রাজ ঠাকরের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন কিং খান, এমনটাই সূত্রের খবর। রাজ ঠাকরে জানিয়েছেন, "রঈস"-এর প্রচার করছেন পাক অভিনেত্রী মাহিরা খান-এই খবরও ভুঁয়ো, তাঁকে এমনটাই জানিয়েছেন শাহরুখ।