দেহরাদুন: মারা গেল উত্তরাখণ্ডে বিজেপি বিধায়কের মারে জখম পুলিশের ঘোড়া শক্তিমান। সম্প্রতি কৃত্রিম পা লাগানো হয়েছিল তার। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।
গত ১৪ মার্চ হরিশ রাওয়াত সরকারের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে উত্তরাখণ্ড পুলিশের ঘোড়াটির ওপর হামলা করেন ওই দলের মুসৌরির বিধায়ক গণেশ জোশী। তাকে লাঠিপেটা করেন তিনি। ভিডিওতে বিধায়কের ভয়াবহ নিষ্ঠুর আচরণের ছবি ধরা পড়ে। মারের চোটে জখম হয় শক্তিমান। তার একটি পা বাদ দিতে হয়। তার জায়গায় প্রস্থেটিক পা বসে শক্তিমানের। সেটি লাগান এক মার্কিন বিশেষজ্ঞ।
এ ব্যাপারে দেহরাদুনের এসএসপি সদানন্দ দাতে বলেছেন, শক্তিমান গত ১৪ মার্চ জখম হয়। তারপর ওর অস্ত্রোপচার করতে হয়। পরে কৃত্রিম পা-ও দেওয়া হয়। কিন্তু সংক্রমণ থেকে পুরোপুরি সেরে ওঠেনি সে। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মারা যায় ১৩ বছরের ঘোড়াটি।
একজন জনপ্রতিনিধির নির্মম আচরণের ছবি ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। যার জেরে গ্রেফতার করা হয় জোশীকে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। যদিও তিনি জামিন পেয়েছেন।
আইজি (আইনশৃঙ্খলা) আরএস মীনা বলেছেন, কৃত্রিম পা লাগানোর পরও সেটি ঠিকমতো কাজ করছিল না। গোটা শরীরের ভার পড়ছিল অন্য পায়ের ওপর। সেজন্যই সংক্রমণ ছড়ায় শক্তিমানের শরীরে। আজ খুব যত্ন সহকারে আটজন ডাক্তার তাকে দেখেন। ওকে বাঁচানো গেল না। এটাই দুঃখের।
তবে বিজেপি শক্তিমানের মৃত্যুর পরও তার পিছনে দলীয় বিধায়কের ভূমিকার নিন্দা করা তো দূরের কথা, তাঁর দিক থেকে অভিযোগের তীর ঘোরানোরই চেষ্টা করছে। দলের তরফে শাইনা এনসির বক্তব্য, একটি জন্তুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজনীতি না হওয়াই বাঞ্ছনীয়। বিজেপি বিধায়কের মেয়ে নেহা-র দাবি, অনেক চ্যানেলের ফুটেজ থেকে প্রমাণিত হয়েছে যে, তাঁর বাবা কোনওভাবেই ঘোড়াটিকে নিগ্রহ করেননি। তিনি ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
মারা গেল বিজেপি বিধায়কের মারে জখম উত্তরাখণ্ড পুলিশের ঘোড়া 'শক্তিমান'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2016 01:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -