মুম্বই: হাজি আলি দরগায় মহিলাদের প্রবেশাধিকার নিয়ে সম্ভবত আজ রায় দেবে বম্বে হাইকোর্ট। দুই সমাজকর্মী নূরজাহান নিয়াজ ও জাকিয়া সোমান এবং ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই দরগায় মহিলাদের প্রবেশাধিকার চেয়ে আদালতে একটি পিটিশন দায়ের করেছে। তাতে বলা হয়েছে, ১৮৬৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ওই দরগায় হাজি আলির কবর পর্যন্ত মহিলাদের প্রবেশাধিকার ছিল। পরে ট্রাস্টি বোর্ড সেই অধিকার খারিজ করে দেয়, যা লিঙ্গ বৈষম্যের সামিল। মহিলাদের সংবিধানগত অধিকারও খর্ব হচ্ছে এতে। ট্রাস্টি বোর্ডের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নিতে আবেদনকারীদের নির্দেশ দেয় আদালত কিন্তু তাতে কাজ হয়নি।
এ বছর এপ্রিল থেকে শিরোনামে এসেছে হাজি আলি দরগা। ভূমাতা ব্রিগেড নেত্রী তৃপ্তি দেশাই ওই দরগায় ঢোকার চেষ্টা করলে পুলিশ আটকে দেয়। পরে তাঁরা শান্তিপূর্ণভাবে দরগায় প্রবেশ করতে পারলেও মহিলাদের যতটুকু প্রবেশাধিকার, তার থেকে এক চুলও বেশি এগোতে পারেননি। তাঁরা বলেছেন, আদালত তাঁদের পক্ষে রায় দিলে বিখ্যাত ওই দরগায় গিয়ে তখনই প্রার্থনা করবেন তাঁরা।
তবে দরগার ট্রাস্টিরা নিজেদের অবস্থানে এখনও অনড়। তাঁদের দাবি, হাজি আলির কবরস্থানে মহিলাদের প্রবেশ ইসলাম বিরোধী। আদালতের রায় এর বিরুদ্ধে হলে তা সংখ্যালঘু অধিকার বিরোধী হবে বলেও আগেভাগে বলে রেখেছেন তাঁরা।
মহিলারা কি হাজি আলি দরগায় প্রবেশাধিকার পাবেন? আজ রায় জানাবে বম্বে হাইকোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jun 2016 05:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -