বেঙ্গালুরু: তিনদিনের মধ্যে সামরিক বাহিনী গড়তে পারেন বলে মন্তব্য করায় আরএসএস প্রধান মোহন ভাগবতের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি ট্যুইট করে বলেছেন, ‘আরএসএস প্রধানের লজ্জিত হওয়া উচিত। তিনি আমাদের শহিদ জওয়ান ও সেনাবাহিনীকে অপমান করেছেন। যে জওয়ানরা জাতীয় পতাকাকে স্যালুট করেছেন, তাঁদের প্রত্যেকের অপমান এটা। তাঁর এই মন্তব্য জাতীয় পতাকা এবং প্রত্যেক ভারতীয়রও অপমান। ভাগবতের ক্ষমা চাওয়া উচিত।’
গতকাল বিহারের মুজফফরপুরে এক জনসভায় ভাগবত বলেছেন, ‘আরএসএস তিনদিনের মধ্যে সামরিক বাহিনী গড়ে ফেলতে পারে। সেনাবাহিনীর সেটা করতে ৬ থেকে ৭ মাস সময় লাগবে। আমাদের সেই ক্ষমতা আছে। যদি সেরকম পরিস্থিতি হয় এবং সংবিধান অনুমতি দেয়, তাহলে স্বয়ংসেবকরা দেশের হয়ে লড়াই করতে তৈরি।’ ভাগবতের এই মন্তব্যেরই নিন্দায় সরব রাহুল।
আরএসএস অবশ্য ভাগবতের এই মন্তব্যের সাফাই দিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘আরএসএস প্রধান মোহন ভাগবত বিহারের মুজফফরপুরে যে মন্তব্য করেছেন, সেটা ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। তিনি আসলে বলেছিলেন, যদি সেরকম পরিস্থিতি আসে এবং সংবিধান অনুমতি দেয়, যুদ্ধের জন্য সেনাবাহিনীকে তৈরি করতে ভারতীয় সেনাবাহিনীর ৬ মাস সময় লাগবে। কিন্তু স্বয়ংসেবকরা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ হওয়ায় আরএসএস তিনদিনের মধ্যে বাহিনী তৈরি করতে পারে।’
ভাগবতের মন্তব্যের সাফাই আরএসএস-এর, সেনাবাহিনীকে অপমান করেছেন, ক্ষমা চান, তোপ রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Feb 2018 12:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -