নয়াদিল্লি: বহু কোটি টাকার রাফালে যুদ্ধবিমান কেনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকে পাল্টা আক্রমণ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। তিনি ট্যুইটারে নির্মলাকে কটাক্ষ করে লিখেছেন, ‘আপনার বস আপনাকে চুপ করিয়ে দিচ্ছেন। এটা লজ্জাজনক। আমাদের তিনটি প্রশ্নের জবাব দিন। প্রতিটি রাফালের চূড়ান্ত দাম কত? প্রধানমন্ত্রী কি প্যারিসে গিয়ে রাফালে কেনার কথা ঘোষণার আগে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির অনুমতি নিয়েছিলেন? প্রধানমন্ত্রী কেন অভিজ্ঞ সংস্থা এইচএএল-এর বদলে প্রতিরক্ষা ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকা এএ রেটেড ব্যবসায়ীকে বরাত দিলেন?’

রাফালে যুদ্ধবিমানের চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরেই বিজেপি ও কংগ্রেসের চাপান-উতোর চলছে। গতকালই নির্মলা বলেন, রাফালে চুক্তি নিয়ে কংগ্রেসের আপত্তি লজ্জাজনক। আজ তাঁর সেই মন্তব্যেরই জবাব দিলেন রাহুল।

নির্মলা অবশ্য আজও এই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেছেন। তাঁর তোপ, ’১০ বছর ক্ষমতায় থাকার পরেও আপনারা (কংগ্রেস) কেন সিদ্ধান্ত নিতে পারেননি, আমি তার বিশদ ব্যাখ্যা দিতে পারব না। বর্তমান সরকারের আমলে কোনও দুর্নীতি ছাড়াই কাজ হচ্ছে।’