নয়াদিল্লি: শমিকা রবি, ব্রুকিনস ইন্ডয়ার সিনিয়র ফেলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইকনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের পার্ট-টাইম সদস্য হিসেবে আগামী কয়েকদিনের মধ্যেই নিযুক্ত হতে চলেছেন। সরকারের এক প্রবীণ আধিকারিকের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর ইকনোমিক অ্যাডভাইসারি কাউন্সিলের প্রধান হিসেবে রয়েছেন নীতি আয়োগের প্রধান বিবেক দেবরায়। এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন রতন ওয়াতাল, রয়েছেন অর্থনীতিবিদ সুরজিত ভাল্লা, রথিন রায় এবং অশ্বিমা গোয়েল। প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফে শমিকা রবির আংশিক সময়ের সদস্য পদে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে রবি ব্রুকিনস ইন্ডিয়ায় ডেভেলপমেন্ট ইকনমিক্স নিয়ে গবেষণা করছেন। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসে ভিজিটিং প্রফেসর হিসেবে মাঝেমধ্যে আসেন রবি। সেখানে তিনি গেম থিওরি এবং মাইক্রো ফিন্যান্সের ক্লাস নেন।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক প্যানেলের সদস্য হতে চলেছেন শমিকা রবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2017 03:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -