মুম্বই: উত্তরপ্রদেশে বিজেপির দুরন্ত জয়কে ‘কবরস্থানের বিরুদ্ধে শ্মশানের জয়’ বলে উল্লেখ করলেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি।


এদিন এক আলোচনাসভায় যোগ দিতে এসে হায়দরাবাদের সাংসদ ওয়েইসি বলেন, একটা দল সংখ্যালঘুদের ওপর নিজেদের নীতি চাপিয়ে দিতে চাইছে।


প্রসঙ্গত, উত্তরপ্রেদেশে নির্বাচনী প্রচারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ধর্ম ও জাতপাতের ভিত্তিতে কোনও বিভেদ হওয়া উচিত নয়। মোদী বলেন, যদি রমদানের সময় করবস্থানে বিদ্যুৎ থাকে, তাহলে দীপাবলির সময়ও শ্মশানে বিদ্যুৎ থাকবে।


তিনি যোগ করেন, উত্তরপ্রদেশে নিশ্চিতভাবে পরিবারতন্ত্রের অবসান হয়েছে। ওয়েইসির মতে, নরেন্দ্র মোদীকে হারানোর জন্য কোনও জুনিয়র নরেন্দ্র মোদীকে প্রয়োজন নেই। স্রেফ, মানুষের কাছে পৌঁছে যেতে হবে।