আহমেদনগর (মহারাষ্ট্র): এক ঐতিহাসিক সিদ্ধান্তে মন্দিরের গর্ভগৃহে মহিলাদের প্রবেশে অনুমতি দিল শনি শিঙ্গনাপুর কর্তৃপক্ষ।

শনি শিঙ্গনাপুরের মূল মন্দিরে প্রবেশ মহিলাদের জন্য নিষিদ্ধ। ৪০০ বছর ধরে চলে আসা এই ঐতিহ্যকে বদলাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন মহিলা সংগঠন। তাদের দাবি, পুরুষদের মতো মহিলাদেরও এই মন্দিরের মধ্যে প্রবেশের অধিকার দিতে হবে। আন্দোলনের জেরে একসময় সেখানে ১৪৪ ধারাও জারি করা হয়। মামলা হয় উচ্চ আদালতেও।

অবশেষে সুর নরম মন্দিরের অছি বোর্ডের। এদিন গুড়ি পড়বা (মারাঠি নববর্ষ)-র জন্য মন্দিরে ভিড় জমান পুরুষ ভক্তরা। দুটো ব্যারিকেড ভেঙে তাঁরা সোজা চলে যান গর্ভগৃহে পুজো দিতে। এর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ।

সায়ারাম বঙ্কার নামে মন্দিরের অছি বোর্ডের এক সদস্য জানান, এদিন সকালে বোর্ডের বৈঠক বসে। সেখানেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়েই এই সিদ্ধান্তগ্রহণ। প্রসঙ্গত, গত ১ এপ্রিল বম্বে হাইকোর্ট রায় দিয়ে বলে, ধর্মস্থানে প্রবেশ করা মহিলাদের মৌলিক অধিকার এবং সরকারের দায়িত্ব সেই অধিকার রক্ষা করা।

যদিও, তার পরের দিনই মহিলাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ওঠে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে, শেষমেশ পিছু হটে মহিলাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে এদিন খুশি প্রকাশ করেছেন আন্দোলনের অন্যতম মুখ তথা ভূমাতা ব্রিগেডের নেত্রী তৃপ্তি দেশাই।

সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই জয় সমগ্র মহিলাদের জয়। লিঙ্গবিভেদের বিরুদ্ধে এটা বড় প্রাপ্তি। তাঁর আশা, এবার শনি শিঙ্গনাপুরকে দেখে নাসিকের ত্র্যম্বকেশ্বর এবং কোলহাপুরের মহালক্ষ্মী মন্দির কর্তৃপক্ষও মহিলাদের প্রবেশ করার অধিকার দেবে।