গত বুধবার রাজনৈতিক মহলকে হতবাক করে দিয়ে মহাজোটবন্ধন ছেড়ে বিজেপির হাত ধরেন নীতীশ। এনডিএ-র সমর্থনে বিহারে নতুন সরকার তৈরিও হয়ে গিয়েছে, তারও মুখ্যমন্ত্রী নীতীশ। অনেকেই জানতেন, তাঁর এই সিদ্ধান্ত শরদ ভাল চোখে দেখেননি। কিন্তু এতদিন এ ব্যাপারে কিচ্ছু বলেননি তিনি।
আজ শরদ জানিয়েছেন, নীতীশের সিদ্ধান্তের সঙ্গে তিনি সহমত নন, এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক। মহাজোটবন্ধন ছেড়ে বিজেপির হাত ধরে নীতীশ জনতার রায়ের বিরোধিতা করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
গতকাল জেডিইউয়ের এই প্রাক্তন সভাপতি টুইটারে দেশে কালো টাকা ফিরিয়ে আনতে না পারার জন্য বিজেপির সমালোচনা করেন, অভিযোগ করেন পানামা পেপার নিয়েও।
তিলার্ধ দেরি না করে লালুপ্রসাদ যাদব শরদকে পাশে টানার চেষ্টায় লেগেছেন। টুইটে তিনি বলেছেন, শরদ ও তিনি একসঙ্গে লড়াই করেছেন, লাঠির ঘা খেয়েছেন। শোষিতদের জন্য তাঁদের লড়াই চলবে।
শুধু শরদ নন, জেডিইউয়ের অভ্যন্তরেই এমন অনেক নেতা কর্মী রয়েছেন, যাঁদের নীতীশের ভোল বদলানো পছন্দ হয়নি। রাজ্যসভা সাংসদ বীরেন্দ্র কুমার ও আলি আনোয়ার খোলাখুলি সমালোচনা করেছেন এই পদক্ষেপের। শরদের সঙ্গে দেখাও করেছেন তাঁরা।