পটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সংঘাতের জেরে দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভা সাংসদ শরদ যাদবকে বরখাস্ত করতে পারে জেডি(ইউ)। এমনটাই সূত্রের খবর। কংগ্রেস-আরজেডি জোট ছেড়ে নীতীশের বিজেপির শিবিরে ভিড়ে যাওয়ার সিদ্ধান্তের বিরোধী ছিলেন শরদ। এরপর থেকেই দলীয় লাইনের বিরুদ্ধে গিয়েই বিজেপি বিরোধীদের সঙ্গে কাজ করছেন শরদ। এই কারণেই দলের প্রাক্তন জাতীয় সভাপতি শরদকে বরখাস্ত করতে পারে জেডি(ইউ)।
এদিকে, আজই তিনদিনের বিহার সফর শুরু করছেন শরদ। এরইমধ্যে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব অভিযোগ করেছেন যে, শরদের ওপর হামলার ষড়যন্ত্র করেছেন নীতীশ। এই ঘটনাক্রমে লালু-শরদ রাজনৈতিক যুগলবন্দীর চিত্র ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
আজ থেকে তিনদিনের বিহার সফরে মহাজোট ছেড়ে নীতীশের বেরিয়ে যাওয়ার সমালোচনায় সরব হতে পারেন শরদ। তাঁর দাবি, জেডি(ইউ) বিজেপির হাত ধরায় জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
শরদ সড়ক পথে আগামী তিনদিন বিহারের বিভিন্ন জেলায় সফর করবেন। জেডি(ইউ) সাফ জানিয়েছে, শরদের এই সফরের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কিন্তু শরদের দাবি, তাঁর এই সফর জেডি(ইউ)-র সঙ্গেই যুক্ত।
নীতীশ ও শরদের সম্পর্কে ফাটল আরও চওড়া হয়েছে গুজরাতের রাজ্যসভার নির্বাচন ঘিরে। রাজ্যসভার ভোটে জয়ী হওয়ার পর শরদ কংগ্রেস প্রার্থী আহমেদ পটেলকে শুভেচ্ছা জানান। পাল্টা পটেলও শরদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কারণ, জেডি(ইউ)-র গুজরাতের একমাত্র বিধায়ক পটেলকে ভোট দিয়েছেন। ওই বিধায়ক শরদ-ঘনিষ্ঠ। দলের নির্দেশ অমান্য করেই তিনি পটেলকে ভোট দিয়েছেন। এই ঘটনায় জেডি(ইউ) দলের গুজরাত শাখার সম্পাদক অরুণ শ্রীবাস্তবকে বরখাস্ত করেছে।
নীতীশের সঙ্গে সংঘাতের জের, শরদ যাদবকে বরখাস্ত করতে পারে জেডি(ইউ)
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2017 11:40 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -