'দেশবিরোধী শক্তিকে' মদত দিচ্ছেন! শরদকে হুমকি চিঠি দক্ষিণপন্থী গোষ্ঠীর
Web Desk, ABP Ananda
Updated at:
27 Aug 2017 04:21 PM (IST)
নয়াদিল্লি: বিদ্রোহী জেডিইউ নেতা শরদ যাদবকে বিহারের রাজনীতিতে মাথা গলানো ও 'দেশবিরোধী শক্তিকে' সমর্থন করা থেকে বিরত থাকতে বলে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ বিরোধী দক্ষিণপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে। রাজ্যসভার সাংসদ শরদের দপ্তর জানিয়েছে, তাঁর বাসভবনে ডাকযোগে আসা ওই চিঠির কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে।
চিঠিতে শরদকে সাবধান করে দেওয়া হয়েছে, যেন তিনি বিহার সরকার, হিন্দু স্বার্থবিরোধী কিছু না বলেন, বললে চরম মূল্য দিতে হবে।
শরদ সম্প্রতি বিহারে নীতীশকুমারের আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাজোট ভেঙে বিজেপির হাত ধরে সরকার গড়ার বিরোধিতা করেছেন। এজন্য তিনি দলীয় শাস্তির মুখে পড়েছেন। তা সত্ত্বেও আজ পটনায় লালুপ্রসাদ যাদবের বিজেপি-বিরোধী সভায় যোগ দেন শরদ।
'দেশবিরোধী' শক্তির সঙ্গে হাত মিলিয়ে তিনি বিরাট ভুল করেছেন বলেও হুমকি চিঠিতে মন্তব্য করা হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -