নয়াদিল্লি: ২০২২-এর জুলাই পর্যন্ত তাঁর রাজ্যসভা সাংসদ পদ রয়েছে। কারও ক্ষমতা নেই তাঁর সেই পদ কেড়ে নেওয়ার। নীতীশ কুমার পারলে তাঁকে দল থেকে বহিষ্কার করুন। জেডিইউ-র বরিষ্ঠ নেতা শরদ যাদব এভাবেই চ্যালেঞ্জ করলেন বিহারের মুখ্যমন্ত্রীকে।


শরদ জানিয়েছেন, দল তিনি ছাড়বেন না, নতুন দলও গড়বেন না। কেন্দ্রের এনডিএ সরকারে যোগ দেওয়ারও কোনও ইচ্ছে নেই। বরং জেডিইউ যতই এনডিএ-কে সমর্থন করুক, রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই ভোট দেবেন তিনি।

শরদ আরও বলেছেন, ১০-১২ তারিখ বিহারের ৭টি জেলায় তিনি ঘুরবেন, কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। জানাবেন কীভাবে নীতীশ কুমার মজাহোটবন্ধনকে ‘ধোঁকা দিয়ে’ বিজেপির হাত ধরেছেন। ১৯ তারিখ পটনায় জেডিইউ-র বৈঠক। তার ২ দিন আগে তিনি দিল্লিতে একটি সমাবেশ ডেকেছেন।

শরদ জানিয়েছেন, রাজ্যসভায় জেডিইউয়ের ১০ সাংসদ কোন দলকে সমর্থন করবেন তা নিয়ে দ্বিধায় রয়েছেন। তবে তাঁর দাবি, তাঁদের বেশিরভাগই মোদী সরকারের বিরুদ্ধে ভোট দেবে।