ইম্ফল: সাংবাদিক সম্মেলন করে নতুন দলের নাম ঘোষণা করলেন ইরম শর্মিলা চানু। সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) বাতিলের দাবিতে দীর্ঘ ১৬ বছরের অনশন ভেঙে সম্প্রতি ভোটে লড়ার সিদ্ধান্ত জানিয়েছেন মণিপুরের লৌহমানবী তকমা পাওয়া ইরম। আজ তিনি জানান, তাঁর দলের নাম পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স। এই আঞ্চলিক দলের ব্যানারেই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন শর্মিলা। তিনজন প্রার্থীর নামও ঘোষণা করতে পারেন বলে শোনা যাচ্ছিল। সূত্রের খবর, শর্মিলা সম্ভবত প্রার্থী হবেন থাউবল ও খুরাই, দুটি কেন্দ্রে। খুরাই মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবির কেন্দ্র। সক্রিয় রাজনীতিতে নামছেন, তাই মণিপুরবাসীর আশীর্বাদ চান তিনি।
বলেন, তিনি এই বার্তাই দিতে চান যে, মুখ্যমন্ত্রীকে তাঁর নিজের ঘাঁটিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ‘হিম্মত’ আছে তাঁর।
প্রসঙ্গত, অনশন তুলে নেওয়ার দিনকয়েক বাদে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে দেখা করে বিধানসভা ভোটে লড়ার কৌশল কী করে তৈরি করতে হয়, সে ব্যাপারে পরামর্শ চান শর্মিলা। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেন।
ইতিমধ্যে শর্মিলা জানিয়ে দিয়েছেন, মণিপুর থেকে আফস্পা বাতিল করতে চান, সেজন্যই তাঁর ভোটযুদ্ধে নামা।
নতুন দলের নাম ঘোষণা শর্মিলা চানুর, লড়বেন ইবোবির বিরুদ্ধে
web desk, ABP Ananda
Updated at:
18 Oct 2016 05:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -