নয়াদিল্লি: অরবিন্দ কেজরীবালের সঙ্গে দেখা করে ভোটে লড়ার ব্যাপারে পরামর্শ চাইলেন ইরম শর্মিলা। সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবিতে দীর্ঘ কয়েক বছরের অনশন-লড়াই ছেড়ে মণিপুরের আগামী বিধানসভা ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন মানবাধিকার আন্দোলনকর্মী শর্মিলা। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪৫ মিনিটের আলোচনায় নিজের রাজ্যের ‘বড় রাজনৈতিক দলগুলিকে’ পরাজিত করতে কী করা উচিত, সে ব্যাপারেই তাঁর পরামর্শ নেন তিনি।
দিল্লির আমআদমি পার্টি (আপ) সরকারের জনৈক অফিসার জানান, দিল্লি সচিবালয়ে হওয়া আলোচনায় কেজরীবাল ভোটে লড়ার ক্ষেত্রে যাবতীয় সহায়তার আশ্বাস দেন শর্মিলাকে। কেজরীবালের সঙ্গে তাঁর রাজনৈতিক কৌশল নিয়ে কথা হয়। কী করে দিল্লিতে তিনি চোখ ধাঁধানো ফল করেছেন, তাও কেজরীবালের কাছে জানতে চান তিনি।
দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার সঙ্গেও বৈঠক হয় শর্মিলার।
তিনি নিজে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হননি। গত ৯ আগস্ট ১৬ বছরের অনশন ভাঙেন শর্মিলা। জানান, আফস্ফা তোলার প্রক্রিয়ায় গতি আনতে তিনি আগে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে চান।
ইতিমধ্যেই ভোটে লড়তে একটি নতুন আঞ্চলিক দল গঠনের কথা ঘোষণা করেছেন শর্মিলা।
মণিপুরে ‘বড় রাজনৈতিক দলগুলিকে’ হারাবেন কীভাবে, কেজরীবালের পরামর্শ নিলেন শর্মিলা
Web Desk, ABP Ananda
Updated at:
26 Sep 2016 09:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -