নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যাওয়ার কয়েক ঘন্টা পরেই ইন্টারনেটে ভুয়ো ছবি ভাইরাল হতে শুরু করেছে। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তাঁর ট্যুইট- 'ঠিক এটাই ভয় করছিলাম এবং যার জন্য আমি বাবাকে সতর্ক করেছিলাম। কয়েক ঘন্টাও কাটেনি। এরইমধ্যে বিজেপি/আরএসএসের নোংরা কৌশল বিভাগ পুরোদমে মাঠে নেমে পড়েছে'। সংঘের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, ‘বিভেদকামী রাজনৈতিক শক্তি’ প্রথমে প্রাক্তন রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিল। পরে তারাই বিকৃত ছবি পোস্ট করেছে।



আসলে গতকাল প্রণব সংঘের অনুষ্ঠানে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক বিকৃত ছবি নজরে আসছে। ওই ছবিগুলির কোনওটিতে প্রণবকে সংঘ নেতা ও কর্মকর্তাদের মতো অভিবাদন করতে দেখা যাচ্ছে।  প্রণবের মাথায় দেখা যাচ্ছে সঙ্ঘের ইউনিফর্ম কালো টুপি। এই বিকৃত ছবি সম্পর্কেই ট্যুইট করেছেন শর্মিষ্ঠা। ট্যুইটার ইউজার রুচি শর্মার ট্যুইট রিট্যুইট করে ওই মন্তব্য করেছেন প্রণব-কন্যা।

উল্লেখ্য, সংঘের অনুষ্ঠানে প্রণবের যাওয়া নিয়ে প্রথম থেকেই কংগ্রেসের মধ্যে বিতর্কের সূত্রপাত হয়। বেশ কয়েকজন কংগ্রেস নেতা এবং তাঁর মেয়ে শর্মিষ্ঠা এর বিরোধিতা করেছিলেন। আরএসএসের অনুষ্ঠানে যাওয়ার একদিন আগে এ ব্যাপারে ট্যুইটারে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রণবের মেয়ে শর্মিষ্ঠা।

প্রণবের বিকৃত ছবি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর আরএসএস-এর যুগ্ম সাধারণ সম্পাদক মনমোহন বৈদ্য বলেছেন, ‘গতকাল নাগপুরে আরএসএস-এর অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সংঘ প্রার্থনার সময় হাত জড়ো করে দাঁড়িয়ে আছেন এমন বিকৃত ছবি পোস্ট করেছে কিছু বিভেদকামী রাজনৈতিক শক্তি। এরাই প্রণবের এই অনুষ্ঠানে যাওয়ার বিরোধিতা করে তাঁকে বিরত রাখার চেষ্টা করেছিল। এখন তারা হতাশ হয়ে আরএসএস-এর অবমাননা করার লক্ষ্যে এই ধরনের নোংরা খেলা শুরু করেছে। আমরা এই নিচু কাজের নিন্দা করছি।’