নয়াদিল্লি: রাজ্যসভায় নোট বদলে হয়রানি, মৃত্যুর সঙ্গে উরির প্রসঙ্গ টেনে এনে বিতর্কে কংগ্রেস। সভার বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদের মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা সরকার শিবির থেকে তোপ দাগা হয়েছে বিরোধীদের। তুমুল কথা কাটাকাটি হয় সংসদের উচ্চ কক্ষে।


সেখানে বিতর্ক চলাকালে আজাদ বলেন, সরকার ৫০০, ১০০০ টাকার নোট নিষিদ্ধ করায় চরম ভোগান্তির শিকার মানুষ। নতুন নোট জোগাড় করার লাইনে দাঁড়িয়েও বিফল হয়ে ফিরতে হচ্ছে বহু লোককে। ৪০ জন মারা গিয়েছেন। এত লোক তো উরির সেনা শিবিরে সন্ত্রাসবাদী হামলায়ও নিহত হয়নি!  ঘটনাচক্রে উরি  হামলায় প্রাণ হারান ১৮ জন সেনা জওয়ান।

আজাদের প্রশ্ন, সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে, ‘ভুল নীতি”র জন্য তৈরি হওয়া সঙ্কটে ৪০ জনের মৃত্যুর দায় তবে কার? কার শাস্তি পাওয়া উচিত? তিনি বলেন, কোটি কোটি মানুষ চরম সমস্যায় পড়েছে। দোষী বিজেপি, সরকার।

সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ করেন বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, এ ধরনের মন্তব্য জাতীয়তা-বিরোধী। ক্ষুব্ধ বেঙ্কাইয়া বলেন, আজাদের মন্তব্যকে ভারতের বিরুদ্ধে হাতিয়ার করতে পারে পাকিস্তান। কংগ্রেসকে আজাদের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। আজাদের মন্তব্য সভার কার্যবিবরণী থেকে বাদ দিতেও ডেপুটি চেয়ারম্যান পি জে ক্যুরিয়েনকে আবেদন করেন তিনি। আজাদের মন্তব্যে শোরগোলের জেরে বেলা তিনটের পর রাজ্যসভা দিনের মতো স্থগিত হয়ে যায়।