গুজরাত: বিধানসভা ভোটের আগে রাজ্যে প্রচারে এসে গুজরাতি ভাবাবেগ উস্কে দিয়ে কংগ্রেসকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী। গুজরাত দখলে রাখা মোদী তথা বিজেপির কাছে মর্যাদার লড়াই। মোদী কংগ্রেস তথা গাঁধী পরিবারের বিরুদ্ধে গুজরাতি-বিদ্বেষের অভিযোগ তোলেন। এই অভিযোগের জবাব দিয়েছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর। তিনি বলেছেন, গুজরাতের প্রতি ভালোবাসা ছাড়া কংগ্রেসের অন্য কিছু নেই। তাঁর ট্যুইট, ‘আমার ছেলে সদ্যই এক গুজরাতি মেয়েকে বিয়ে করেছে, নরেন্দ্র মোদীজী। আপনার রাজ্য ও রাজ্যের বাসিন্দাদের প্রতি শুধু ভালোবাসাই রয়েছে’।
উল্লেখ্য, শশীর ছেলে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ইশান তারুর গত রবিবার ভূমিকা নামে এক তরুণীকে বিয়ে করেছেন।
গতকাল গাঁধীনগরে দলের সমাবেশে মোদী কংগ্রেসের বিরুদ্ধে নেতিবাচক রাজনীতির অভিযোগ করে আসন্ন বিধানসভা ভোটে উন্নয়নের ইস্যুতে লড়াই করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। মোদীর অভিযোগ, কংগ্রেস সর্দার বল্লভভাই পটেলের বিরুদ্ধে কী করেছে সবাই জানে। সম্মান দেওয়া হয়নি তাঁর কন্যা মনিবেনকেও।মোরারজি দেশাইয়ের কাজকেও সম্মান দেয়নি কংগ্রেস। তিনি কী পান করেন, পান করেন না, শুধু তার প্রচার করেছে।