পটনা: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বিজেপি ছাড়ার দিনই ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন শত্রুঘ্ন সিনহা। যশবন্তের ডাকে এক অনুষ্ঠানে গিয়ে তিনি জানিয়েছেন, দল চাইলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে। কিন্তু তিনি নিজে থেকে সদস্যপদ ছাড়বেন না।

২০১৫ সালে বিহারে বিধানসভা নির্বাচনের থেকেই বিজেপি শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন শত্রুঘ্ন। আজ ফের তিনি বলেছেন, ‘বিহারে বিধানসভা নির্বাচনের পর থেকেই দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলে শুনছি। কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ওরা এতটাই অসহায়, মনে হচ্ছে শুভ দিন দেখে তবেই আমাকে দল থেকে তাড়িয়ে দেবে।’

এ বছরের জানুয়ারিতে রাষ্ট্রমঞ্চ নামে একটি রাজনৈতিক সংগঠন গড়েন যশবন্ত। আজ সেই সংগঠনই পটনায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে কংগ্রেস, আরজেডি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিজেপি-বিরোধী দলগুলির নেতারা হাজির ছিলেন। সেখানেই দলকে হুঁশিয়ারি দিয়ে বিহারীবাবু বলেছেন, ‘বিজেপি নেতৃত্ব চাইলেই আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে ওদের নিউটনের তৃতীয় সূত্র মনে রাখতে হবে। প্রতিটি ক্রিয়ার সমান ও প্রতিবর্ত প্রতিক্রিয়া আছে। আমি ছাড়ার জন্য দলে যোগ দিইনি। আমি সবসময় বলে এসেছি, এটাই আমার প্রথম ও শেষ দল। আমি দল ছাড়তে পারব না। দল যদি আমাকে ছাড়তে চায় তাহলে অন্য প্রশ্ন। কিন্তু আমি যতক্ষণ দলে আছি, মর্যাদা লঙ্ঘন করব না।’