পটনা: প্রয়োজনীয় সংখ্যা না থাকা সত্ত্বেও কর্নাটকে দলের সরকার গঠনের তীব্র সমালোচনা করলেন বিজেপির ‘বিদ্রোহী’ সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁর মতে, ‘জনশক্তি’ তুলনায় ‘ধনশক্তি’-র রাজনীতকে প্রাধান্য দেওয়া-- না গ্রহণযোগ্য না কাম্য।
বৃহস্পতিবার, একের পর এক টুইটের মাধ্যমে দলের সমালোচনার পাশাপাশি কংগ্রেস ও জেডিএস-এর জোটের হয়েও জোর সওয়াল করেন পটনা সাহিবের সাংসদ। তাঁর মতে, সংখ্যাগরিষ্ঠতা থাকায় কর্নাটকে সরকার গঠনের সুযোগ পাওয়া উচিত ছিল কং-জেডিএস জোটের।
টুইটারে শত্রুঘ্ন লেখেন, কেন আমরা আগুন নিয়ে খেলা করছি? গণতন্ত্রের-ভক্তরা গোটা সিস্টেমকে নিয়ে ঠাট্টা করেছে। গণতন্ত্রের মূল্য নিয়ে যাঁরা বক্তৃতা দিতে ভোলেন না, তাঁরাই রাজনীতিকে ধ্বংস করছে।
https://twitter.com/ShatruganSinha/status/996931414812758017
প্রবীণ নেতা বলেন, সস্তা-রাজনীতি এবং জনশক্তি থেকে ‘ধনশক্তি’-র রাজনীতি করা -- গ্রহণযোগ্য বা কাম্য—কোনওটাই নয়। সবসময় মানুষকে বোকা বানানো যায় না। আর, যেনতেন প্রকারে জয় পাওয়ার চেষ্টা করাও উচিত নয়।
https://twitter.com/ShatruganSinha/status/996931968360243200
শত্রুঘ্নর প্রার্থনা, আশা করি পরিণত-মানসিকতা ও হুঁশ ফিরবে। এখন বিষয়টি আদালতে পৌঁছেছে। মধ্যরাতের নাটক দিয়ে নতুন পর্ব শুরু হয়েছে। বিচারবিভাগের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে। এখন দেখা যাক কী হয়।
https://twitter.com/ShatruganSinha/status/996932389665427458
এই প্রসঙ্গে, গোয়া, মনিপুরের প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষও করেন ‘বিহারীবাবু’। বলেন, যা ঘটেছে মেঘালয়, মণিপুর ও গোয়াতে, তা যদি ঠিক হয়ে থাকে, তাহলে কর্নাটকেও তাই হওয়া উচিত।
https://twitter.com/ShatruganSinha/status/996932624701710336