নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে সবচেয়ে সক্রিয় অ্যাকশন হিরো বললেন শত্রুঘ্ন সিনহা। বিজেপির এই সাংসদ বেশ কিছুদিন ধরেই দলের ভিতরেই সরব বর্তমান প্রধানমন্ত্রীর একাধিক নীতির বিরোধিতায়।
নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতে এই মূহূর্তে সবচেয়ে সফল নেতাদের একেবারে সবার ওপরে রয়েছেন মোদী এবং জনপ্রিয়তার মাপকাঠিতেও তিনি দেশে, বিদেশে অনেককে পিছনে ফেলে দিয়েছেন। সুতরাং তাঁকে নিয়ে বায়োপিক হওয়ার জল্পনায় অস্বাভাবিক কিছু নেই। আর সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন 'বিহারীবাবু'।
তিনি লন্ডন সফরে এসেছেন। তাঁকে সম্প্রতি সংবর্ধনা দেন ব্রিটিশ লেবার পার্টির এমপি ভারতীয় বংশোদ্ভূত কিথ ভাজ। সেখানে প্রশ্নোত্তর পর্বে শত্রুঘ্নকে কোন নির্দিষ্ট ভারতীয় রাজনৈতিক নেতার চরিত্রকে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলতে তিনি আগ্রহী, প্রশ্ন করা হলে তাঁর দ্রুত জবাব, নরেন্দ্র মোদী!
৭২ বছর বয়সি শত্রুঘ্ন বলেন, নরেন্দ্র মোদী অবশ্যই আমাদের সবচেয়ে সক্রিয় অ্যাকশন হিরো। আমি ওনাকে সবসময় তা-ই বলি। আর কে না সিনেমায় তাঁর চরিত্রে অভিনয় করতে চান? আমি এমন সম্ভাবনার ব্যাপারে খুবই উত্সুক, সুযোগ পেলে ফুটিয়ে তুলতে চাইবে ওনার চরিত্রকে। এই সুযোগকে কাজে লাগিয়ে তার প্রতি যথাযোগ্য মর্যাদা দেব। অপেক্ষায় রয়েছি।
একটি ওয়েবসাইটের দাবি, অন্য কেউ নন, মোদীর বায়োপিক তৈরির কাজ শুরু হচ্ছে চলতি বছরের শেষে। আর মোদী চরিত্রে শত্রুঘ্নই থাকছেন।
বায়োপিকটি প্রযোজনা করছেন শীতল তলোয়ার, যিনি বর্তমানে একগুচ্ছ ইন্দো-ব্রিটিশ প্রডাকশনসের কাজ করছেন।
শত্রুঘ্নকে শেষ দেখা গিয়েছিল রামগোপাল বর্মার ২০১০-এর ছবি 'রক্ত চরিত্র'-তে।