পটনা: বিহারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারলে খুশিই হবেন, এমনটাই জানালেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ‘বিহারি বাবু’ বলে জনপ্রিয় শত্রুঘ্ন জানিয়েছেন, এখনও এব্যাপারে কোনও সিদ্ধান্ত না নেওয়া হলেও, তাঁর কাছে প্রস্তাব এলে তিনি খুশিই হবেন।
সম্প্রতি বিহারকে দেশের মানচিত্রে তুলে ধরার জন্য বেশ কয়েকজন বলিউড অভিনেতার কথা ভাবা হচ্ছে। যদিও সরকারিভাবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে উদ্দেশ্য করে শত্রুঘ্ন বলেন, তাঁর তরফ থেকে এব্যাপারে কোনও দাবি নেই। কিন্তু তিনি মনে করেন, এই পদ যথেষ্ট দায়িত্বের সঙ্গে তিনি পালন করতে পারবেন। তিনি বলেন, আমি ধরিত্রীপুত্র। রাজ্যের স্বার্থে কাজ করা, এগিয়ে আসা আমার দায়িত্ব। সেইসঙ্গে তিনি এও বলেন, বিহারের অ্যাম্বাসাডর হওয়ার ক্ষেত্রে তাঁর কোনও দাবি নেই।
বিহারের মুখ্যমন্ত্রীকেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন শত্রুঘ্ন। তাঁকে নিজের ভাই বলেও সম্বোধন করেছেন তিনি। শত্রুঘ্ন বলেন, নীতীশের ‘সুশাসন’, নেতৃত্বে বিহার দেশের প্রথম সারিতে উঠে এসেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন তিনি।
সূত্রের খবর, রাজ্য পর্যটন বিভাগ বিহারের অ্যাম্বাসাডর হিসেবে অভিনেত্রী তথা সাংসদ রেখা, চিত্রনাট্যকার জাভেদ আখতারের নাম চিন্তা ভাবনা করছে।
বিহারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারলে খুশিই হব: শত্রুঘ্ন সিনহা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2016 02:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -