উজ্জয়িনী: বিশ্ব উষ্ণায়ন এবং সন্ত্রাসবাদ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘আমিই ভাল’ এই মনোভাবই সমস্যা সমাধানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।
সিংহস্থ কুম্ভ মেলায় ‘ঠিক ভাবে বাঁচা’ শীর্ষক তিন দিনের এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, নাক উঁচু মনোভাবের জন্যই বিশ্বের সবচেয়ে বড় দুটি সমস্যা সমাধানের বদলে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সম্প্রসারণবাদেরও তীব্র বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এর ফলে সমস্যা বাড়ছে।
এই অনুষ্ঠানে মোদী ছাড়াও হাজির ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা। সেখানে ৫১ দফা ‘সিংহস্থ ঘোষণাপত্র’ প্রকাশ করা হয়।
‘বিচার মহাকুম্ভ’ নামে এই সম্মেলনে উষ্ণায়ন, চাষে রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে বর্জ্যের সমস্যা, জৈব চাষের উপকারিতা এবং মহিলাদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা হবে।
‘নাক উঁচু’ মনোভাবের জন্যই উষ্ণায়ন, সন্ত্রাস দমন করা যাচ্ছে না: মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2016 12:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -