মুম্বই: দেশের অন্যতম চর্চিত এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড শিনা বোরার মৃত্যুর নেপথ্যে থাকা প্রধান অভিযুক্ত আইএনএক্স মিডিয়ার প্রাক্তন প্রধান ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে শুক্রবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হল। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত ড্রাগ সেবনের জেরে অসুস্থ হয়ে পড়েন ইন্দ্রাণী। অ্যান্টি-ডিপ্রেশনের ওষুধ খান ইন্দ্রাণী। চিকিতসকদের দাবি, অতিরিক্ত ড্রাগের জেরেই তাঁর শরীর খারাপ হয়ে যায়। রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট হাতে পায়নি চিকিত্সকরা। তাঁকে হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডে প্রথমে নিয়ে আসা হয়। এখন তিনি হাসপাতালের আইসিসিইউতে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, খবর হাসপাতাল সূত্রে।
আজ সকালে একদল চিকিত্সক তাঁকে পরীক্ষা করেন। একটি সিটি স্ক্যানও করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে ২০১৫ সালেও একবার ইন্দ্রাণীকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেসময়ও তাঁকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
বর্তমানে শিনা বোরা হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে মুম্বইয়ের বাইকুল্লা জেলে ছিলেন তিনি। ২০১২ সালে শিনাকে অপহরণ করে হত্যা করেন তাঁরই মা ইন্দ্রাণী। সেই সময় ইন্দ্রাণীকে এই কাজে সাহায্য করেন তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না এবং গাড়ির চালক শ্যামবর রাই। এই হত্যার পুরো চক্রান্তটিই করা হয় পিটার মুখার্জীর সঙ্গে মিলে।