জোধপুর: আগামীকাল ১৯ বছরের পুরনো কৃষ্ণসার হত্যা মামলার রায় দিতে চলেছে জোধপুর আদালত। তার আগে আজ জোধপুরে পৌঁছে গিয়েছেন এই মামলায় অভিযুক্ত সইফ আলি খান, সলমন খান সোনালী বেন্দ্রে, তব্বু ও নীলম। জোধপুর বিমানবন্দরে একে একে বলিউড তারকারা পৌঁছতেই তাঁদের ঘিরে ধরেন সাংবাদিকরা। তাঁরা ছবি তোলার পাশাপাশি ছবিও তুলতে থাকেন। এতেই রেগে গিয়ে গাড়িচালকের সঙ্গে দুর্ব্যবহার করেন সইফ। তিনি গাড়ির কাচ তুলে দেওয়ার পাশাপাশি গাড়ি পিছনে নেওয়ারও নির্দেশ দেন। এই নির্দেশ না মানলে গাড়িচালককে মারারও হুমকি দেন সইফ।



১৯৯৮ সালের ১ অক্টোবর রাতে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং চলাকালীন জোধপুরের কাছে একটি গ্রামে দু’টি কৃষ্ণসারকে হত্যা করার অভিযোগ ওঠে সলমনদের বিরুদ্ধে। সলমনের আইনজীবী অবশ্য তাঁর মক্কেলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। আগামীকাল আদালতে সব অভিযুক্তই হাজির থাকবেন।