শেহলা ট্যুইট করেছেন, দেখেশুনে মনে হচ্ছে, আরএসএস, গডকরীই মোদীকে মেরে তার দায় মুসলিম, কমিউনিস্ট ঘাড়ে ঠেলে দিয়ে তারপর রাজীব গাঁধীর কায়দায় মুসলিমদের পিটুনি দেওয়ার ছক কষছে।
তীব্র প্রতিক্রিয়া দিয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, যে সমাজবিরোধীরা এমন অবিশ্বাস্য মন্তব্য করছে, প্রধানমন্ত্রীকে খুনের হুমকির ব্যাপারে ব্যক্তিগত আক্রোশ আমার ওপর দিয়ে মেটাতে চাইছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব।
পুনে পুলিশ গত শুক্রবার আদালতে দাবি করে, মাওবাদী 'যোগসাজশ' থাকায় তাদের হাতে গ্রেফতার ৫ জনের মধ্যে একজনের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি চিঠি থেকে 'রাজীব গাঁধীর কায়দা'য় প্রধানমন্ত্রীকে হত্যার ছক ফাঁস হয়ে গিয়েছে।
গত ডিসেম্বরে পুনেতে অনুষ্ঠিত এলগার পরিষদ ও তার পরবর্তী ভিমা-কোরেগাঁওয়ের হিংসার ব্যাপারে গত বৃহস্পতিবার মুম্বই, নাগপুর ও দিল্লি থেকে ওই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
সরকারি কৌঁসুলি উজ্জ্বলা পাওয়ার আদালতে জানান, তাদেরই একজন রোনা উইলসনের বাড়ি থেকে একটি চিঠি মিলেছে, যাতে এম-ফোর রাইফেল ও চার লক্ষ রাউন্ড গুলির জন্য ৮ কোটি টাকা লাগবে বলা হয়েছে, 'আরেকটা রাজীব গাঁধীর মতো ঘটনা'র উল্লেখও আছে।