নয়াদিল্লি: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের জামাতা সৈয়দ মহম্মদ ইমরানকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিলেন তিনি।
ইমরান ও শীলা দীক্ষিতের মেয়ে লতিকা দীক্ষিত সৈয়দের দুটি সন্তান রয়েছে। মনোমালিন্যের জেরে ১০ মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে ইমরানের বিরুদ্ধে বারখাম্বা পুলিশ স্টেশনে অভিযোগ রুজু হয়েছে।
দিনদুয়েক আগে দিল্লি পুলিশ বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে ইমরানকে।
প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মী লতিকা পেশায় গ্রামোন্নয়ন সংক্রান্ত পরামর্শদাতা। তবে রাজনীতি থেকে দূরেই আছেন তিনি।
স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ, শীলা দীক্ষিতের জামাতা গ্রেফতার
ABP Ananda, Web Desk
Updated at:
13 Nov 2016 12:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -