অযোধ্যায় রামের মূর্তি বসানোর সিদ্ধান্ত স্বাগত, ১০টি রূপোর তির উপহার দিচ্ছে শিয়া বোর্ড
Web Desk, ABP Ananda
Updated at:
17 Oct 2017 03:33 PM (IST)
লখনউ: যোগী আদিত্যনাথ সরকার অযোধ্যায় রামের মূর্তি বসানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে প্রশংসনীয় বলে স্বাগত জানাল শিয়া সম্প্রদায়ের সংগঠন উত্তরপ্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। সব ভারতবাসীর কাছেই রামের মূর্তি গর্বের ব্যাপার বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি।
অযোধ্যায় সরযূ নদীর তীরে ১০০ মিটার দীর্ঘ রামের মূর্তি স্থাপনের পদক্ষেপ সমর্থন করে তিনি জানিয়েছন, ওই জমি সুন্নি ওয়াকফ বোর্ডের নয়, শিয়াদের।
মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে লেখা চিঠিতে তিনি রামের মূর্তি নির্মাণের ফলে উত্তরপ্রদেশ বিশ্ব মানচিত্রে উঠে আসবে বলেও অভিমত জানিয়েছেন।
রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিয়া বোর্ড ১০টি রূপোর তৈরি তির উপহার দিচ্ছে। রিজভি বলেন, আওয়াধের গঙ্গা-যমুনা তেহজিব মেনেই তাঁদের রামকে এই প্রতীকী সম্মান।
রিজভির মতে, এই এলাকার নবাবরা সর্বদা অযোধ্যায় মন্দিরকে মর্যাদা দিতেন। এমনকী মধ্য অযোধ্যায় হনুমান গরহির জমিটি দান করেছিলেন নবাব সুজা-উদ-দৌলাহ, ১৭৩৯ সালে। আর সেই মন্দির তৈরির অর্থ দিয়েছিলেন নবাব আসিফ-উদ-দৌল্লাহ, ১৭৭৫ থেকে ১৭৯৩-এর মধ্যে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -