আদিত্যনাথের কাছে শিয়া মৌলবী, বললেন, তিন তালাকের অবসান হোক
Web Desk, ABP Ananda | 25 Mar 2017 04:33 PM (IST)
লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে উত্তরপ্রদেশের শিয়া পার্সনাল ল বোর্ড সদস্য মৌলানা ইয়াসুব আব্বাস। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ বলে বৈঠকের পর সাংবাদিকদের জানান তিনি। এরপর তাঁদের বিভিন্ন দাবিদাওয়া পেশ করতে আনুষ্ঠানিক ভাবে একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে বলেও জানান আব্বাস। বলেন, মুসলিমদের মধ্যে সংখ্যালঘু শিয়া গোষ্ঠীর উন্নয়ন, সমৃদ্ধি সুনিশ্চিত করতে সাচার কমিটির সুপারিশক্রমে কোনও পৃথক কমিটি বা কমিশন গঠনের দাবি পেশ করবে প্রতিনিধিদল। প্রসঙ্গত, গোটা মুসলিম সমাজের সর্বশেষ সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত অবস্থান বিচার করে রিপোর্ট পেশ করতে ২০০৫ সালে রাজিন্দর সাচার কমিটিকে নিয়োগ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এদিন আব্বাসকে তিন তালাক ইস্যুতে তাঁর অবস্থান কী, প্রশ্ন করা হলে তিনি এই প্রথার অবসান হওয়া উচিত বলে অভিমত জানান। অযোধ্যা ইস্যুতে তাঁর মত, শিয়ারা চান, রামজন্মভূমি-বাবরি মসজিদ ইস্যুর মীমাংসা হয়ে যাক পারস্পরিক আলোচনার ভিত্তিতে এবং সেখানে সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিক।