বেঙ্গালুরু: কংগ্রেস পিএনবি কেলেঙ্কারির ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব বলে অভিযোগ তুলে কটাক্ষ করল, এবার উনি মৌন মোদী থেকে বোল মোদী হয়ে উঠুন!
আজ কর্নাটকে কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ব্যঙ্গ-বিদ্রূপ করেন মোদী। পাল্টা কংগ্রেসের খোঁচা, ব্যাঙ্ক জালিয়াতির মাত্রা বাড়ছে, কিন্তু প্রধানমন্ত্রী চুপ!
কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, কেন ব্যাঙ্ক জালিয়াতির পরিমাণ ক্রমশ বাড়ছে? ২০১৮-র ১৪ মার্চ পিএনবি যখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং করে, তারা স্বীকার করে ১৭৭১.৬৯ মিলিয়ন ডলার জালিয়াতি হয়েছে। গতকাল তারা দ্বিতীয় ফাইলিং করে জানিয়েছে, জালিয়াতির পরিমাণ আরও ২০৪.২৫ মিলিয়ন ডলার বেশি। যার অর্থ মোট কেলেঙ্কারির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলার (১২৭১৭ কোটি টাকা)। পিএনবি-র জমা দেওয়া নথির প্রতিলিপি পেশ করে তিনি বলেন, কে দায়ী? কে জনগণের অর্থ লুট হওয়ার জন্য দায়ী? আমরা হাতজোড় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করছি, মৌন মোদী না থেকে এবার উনি বোল মোদী হয়ে উঠুন।
২০১২-য় হিমাচল প্রদেশের মান্ডিতে এক জনসভায় তত্কালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আক্রমণ করে বলেন, উনি মৌন মোহন সিংহ যাঁর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও মানুষের দুর্ভোগ নিয়ে কোনও হেলদোলই নেই।
আজ সেই কায়দাতেই তাঁকে কটাক্ষ করেন সুরজেওয়ালা। মোদী কর্নাটকে দুর্নীতির প্রশ্নে সরব হন। কংগ্রেস নেতা পাল্টা বলেন, ৪৬ মাস ক্ষমতায় থাকার পর দেশে একমাত্র যে লোকটিকে দুর্নীতির অভিযোগে জবাব দিতে হবে, তিনি মোদী আর তাঁর দল বিজেপি।