শিরডি: বাতিল ৫০০, ১০০০ টাকার নোটে ২.২৮ কোটি টাকা জমা পড়ল বিখ্যাত শিরডি সাই মন্দিরে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের কথা ঘোষণার পর এপর্যন্ত ক্যাশবাক্সে জমা পড়েছে ২.২৮ কোটি টাকা। সবই বাতিল নোট। আয়কর দফতরের নির্দেশ মতোই শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্ট ব্যাঙ্কে বাতিল নোট জমা দেওয়া বন্ধ রেখেছে। মন্দিরের এক্সিকিউটিভ অফিসার বাজিরাও শিন্ডে জানিয়েছেন, ৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ব্যাঙ্কে জমা পড়েছে ৫০০, ১০০০০-এর নোটে ১.৫৭ কোটি টাকা।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, নোট বাতিলের ঘোষণার পরই পুরোনো নোটে ডোনেশন নেওয়া হবে না বলে জানিয়ে দেন তাঁরা। তা সত্ত্বেও ক্যাশবাক্সে এই বিপুল পরিমান দান জমা হয়েছে। এখনও প্রতিদিনই পুরোনো নোটে ভরে উঠছে ক্যাশবাক্স। এখন এই বিপুল পরিমান বাতিল নোট নিয়ে কী করণীয়, আয়কর বিভাগের নির্দেশের অপেক্ষায় মন্দির কর্তৃপক্ষ।
বাতিল নোটে ডোনেশন, ২.২৮ কোটি টাকা জমা পড়ল শিরডি সাই মন্দিরে
Web Desk, ABP Ananda
Updated at:
03 Dec 2016 09:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -