মুম্বই: দেশে জনসংখ্যা বাড়ছে বলে উদ্বেগ জানিয়ে মোকাবিলায় নাসবন্দিকরণের দাবি তোলায় গিরিরাজ সিংহকে সমর্থন শিবসেনার। এনডিএ শরিক দলের মুখপত্র সামনা-র সম্পাদকীয় বলা হয়েছে, জনবিস্ফোরণের দানব দেশকে গিলে ফেলছে।  বিপুল জনসংখ্যার মধ্যে মুসলিমরা বাড়ছে বেশি।  গিরিরাজ নিজের মত প্রকাশ করে কোনও অন্যায় করেননি বলেও জানিয়েছে উদ্ধব ঠাকরের দল।


কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী গিরিরাজ সম্প্রতি বলেছেন, গোটা দুনিয়ার মোট জনসংখ্যার ১৭ শতাংশ আছে ভারতে। প্রতি বছর তাতে যোগ হচ্ছে অস্ট্রেলিয়ার সমান জনসংখ্যা।  এখন বিশ্বের মোট ভূখণ্ডের মাত্র ২.৫, জলসম্পদের ৪.২ শতাংশ ভারতের। জনবিস্ফোরণ উন্নয়নের পথে বড় বাধা হয়ে উঠছে। সমস্যা মোকাবিলায় চাই জনসংখ্যা  নিয়ন্ত্রণ আইন। সুতরাং 'নোটবন্দি' হয়েছে, এবার দেশে নাসবন্দিকরণের আইন চাই।


তাঁকে সমর্থন জানিয়ে শিবসেনা বলেছে, ওনার কথা একেবারে সঠিক। তবে শুধু নাসবন্দি করার দাবি করলেই হবে না, ওনার উচিত দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার দাবি তোলা।