মুম্বই: এবার হিন্দুত্ব ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। উদ্ধব বলেছেন, আজকালকার হিন্দুত্ব অনুযায়ী গরুর নিরাপত্তা জরুরি অথচ দেশের মহিলারা অসুরক্ষিত। তাঁর আরও মন্তব্য, নরেন্দ্র মোদীর ক্ষমতার স্বপ্ন পূর্ণ করতে নয়, তিনি সাধারণ মানুষের স্বপ্ন পূর্ণ করতে লড়ছেন।


শিবসেনা মুখপত্র সামনায় দেওয়া সাক্ষাৎকারে উদ্ধব বলেছেন, গত ৩-৪ বছর ধরে দেশে যেভাবে হিন্দুত্ব চলছে, তা তিনি স্বীকার করেন না। তাঁদের চিন্তা থেকে এই হিন্দুত্ব উদ্ভূত নয়। মহিলারা আজ নিরাপদ নন আর আপনারা গরুকে রক্ষা করছেন! কে কী খাবে, তার ভিত্তিতে কাউকে নিশানা করা যায় না।

তাঁর কথায়, যারা কথায় কথায় বাহবা দেয় আর চাটুকারিতা করে, তাদের বন্ধু বলে মনে করেন না তিনি। কেন্দ্রে ক্ষমতায় থাকা সত্ত্বেও সরকারের কোনও ভুল পদক্ষেপে তিনি অবশ্যই মুখ খুলবেন।

এনডিএ-তে থাকা সত্ত্বেও অনাস্থা প্রস্তাবের ওপর মোদী সরকারের পক্ষে ভোট দেয়নি শিবসেনা। ভোটাভুটি বয়কট করে তারা। তা নিয়ে উদ্ধব বলেছেন, গত ৪ বছর ধরে তাঁর দল বহুবার কেন্দ্রের বিরোধিতা করেছে, তা সে নোটবাতিল হোক বা জিএসটি। যদি সরকারের পক্ষেই ভোট দেওয়ার হত, তাহলে এতদিন ধরে বিরোধিতা করেছেন কেন। তাঁরা খুশি, আজ অন্য দলগুলিও তাঁদের পথ ধরেছে।