মুম্বই: জম্মু ও কাশ্মীরে আইন-শৃঙ্খলার অবনতি, হিংসা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করে শিবসেনা মুখপত্র সামনার সম্পাদকীয়তে কটাক্ষ করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি-কে। মোদীর শাসনকালকে আলেকজান্ডার ও নেপোলিয়নের সময়ের সঙ্গেও তুলনা করা হয়েছে।
সামনায় লেখা হয়েছে, ‘স্বর্ণযুগ কোনও একটি দলের হতে পারে না। সারা রাজ্য বা দেশেরই স্বর্ণযুগ হওয়া উচিত। আলেকজান্ডার ও নেপোলিয়নও তাঁদের রাজনৈতিক জীবনে সারা বিশ্ব জয় করতে পারেননি।’
জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য বিজেপি-পিডিপি সরকারকে দায়ী করেছে শিবসেনা। তবে একইসঙ্গে প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহের প্রশংসা করে বলা হয়েছে, আসন্ন নির্বাচনের জন্য তাঁরা কঠোর পরিশ্রম করছেন। তাঁদের দায়বদ্ধতাও দেখা যাচ্ছে। সাম্প্রতিক নির্বাচনগুলিতে বিজেপি-র সাফল্য অনুপ্রেরণামূলক।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আলেকজান্ডার, নেপোলিয়নও বিশ্বজয় করতে পারেননি, মোদীকে কটাক্ষ শিবসেনার
Web Desk, ABP Ananda
Updated at:
17 Apr 2017 12:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -