মুম্বই: অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন নির্দিষ্ট হয়ে গিয়েছে। আগামী ৫ অগস্ট রামমন্দির স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এখন কাকে কাকে সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ করা হবে তা নিয়ে দানা বাঁধছে বিতর্ক। এদিকে শিবসেনা তাদের দলীয় মুখপত্র ‘সামনা’-র মাধ্যমে জানিয়েছে যে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে বিশেষ আমন্ত্রণ জানানো হোক ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আসার জন্য। প্রসঙ্গত, গগৈ এখন রাজ্যসভার সদস্য।‘সামনা’-য় আরও বলা হয়েছে যে রামমন্দির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শিবসৈনিকরা।তাই তারা আলাদা করে বিশেষ প্রশংসা পাওয়ার যোগ্য।আবার নিজেদের প্রতিষ্ঠাতা নেতা বাল ঠাকরের পাশাপাশি লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর জোশির মতো প্রবীণ নেতাদের গুরুত্বও তুলে ধরেছে শিবসেনা। এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার ইতিমধ্যেই বলেছেন যে ‘কিছু লোক’ তো কোভিডের কথা মাথায় না রেখেই নানা বড় পরিকল্পনা করে ফেলছে।মহামারী কেমন করে নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে না ভেবে প্রকান্ড মন্দির গড়া নিয়েই তারা ব্যস্ত।
বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির রথযাত্রা করা, সেই রথকে বিহারে তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের সেই রথকে আটকে দেওয়া থেকে শুরু করে বাবির মসজিদ ধ্বংস হওয়া, সিবিআই আদালতে সেই মামলার শুনানি হওয়া- এই সব পুরনো ঘটনাগুলিকে আরও একবার মনে করিয়ে দিয়ে শিবসেনার মুখপত্রের সম্পাদকীয়তে বলা হয়েছে যে ‘রামায়ণ’-এর কোনও শেষ নেই। আর রামমন্দির তৈরি হওয়া সমস্ত রামভক্তের কাছেই অত্যন্ত গর্বের একটা মুহূর্ত।
রামজন্মভূমি আন্দোলনে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লিখিত হয়েছে সম্পাদকীয়তে। এমন কথাও বলা হয়েছে যে বিজেপি-র মুরলী মনোহর জোশির মতো নেতা না থাকলে ভিত্তিপ্রস্তর স্থাপনের মতো কোনও অনুষ্ঠান হয়তো হতেই পারতো না।
রামমন্দিরের ভূমি পুজোয় ডাকা হোক প্রাক্তন প্রধান বিচারপতিকে, দাবি শিবসেনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jul 2020 08:34 PM (IST)
শিবসেনা তাদের দলীয় মুখপত্র ‘সামনা’-র মাধ্যমে জানিয়েছে যে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে বিশেষ আমন্ত্রণ জানানো হোক ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আসার জন্য। প্রসঙ্গত, গগৈ এখন রাজ্যসভার সদস্য।‘সামনা’-য় আরও বলা হয়েছে যে রামমন্দির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শিবসৈনিকরা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -