মুম্বই: বহু-কথিত গুজরাত মডেলের ভিত বিধানসভা ভোটের ফলে কেঁপে উঠেছে বলে বিজেপিকে কটাক্ষের পর এবার নরেন্দ্র মোদীর নিজের রাজ্যের সাম্প্রতিক নির্বাচনে ইভএমে কারসাজি হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিল শিবসেনা। গুজরাতে এবারের ভোটে বিজেপির আসন আগের ১১৫ থেকে কমে ৯৯ হয়েছে। অন্যদিকে কংগ্রেসের আসন সংখ্যা ২০১২-র ৬১ থেকে বেড়ে ৭৭ হয়েছে। এই প্রেক্ষাপটেই শিবসেনা কটাক্ষ করেছে, পাতিদার নেতা হার্দিক পটেলের কথা সত্যি হয়ে থাকলে বিজেপির তো মোদীর পাশাপাশি গুজরাত জয়ের জন্য ইভিএমেও মালা পরানো উচিত!
সোমবার গুজরাতের ফল বেরনোর সময় মুম্বইয়ে বিজেপি কর্মীরাও বাজি ফাটিয়ে উল্লাস প্রকাশ করেন। সে ব্যাপারে উদ্ধব ঠাকরের দল বলেছে, বিজেপি গুজরাতে ১০০টা আসন না পেলেও মুম্বইয়ে যখন কিছু লোক সেলিব্রেট করে, আমরা বলি, ওরা এই জয়ের আসল অর্থ বুঝতে পারেনি। গুজরাতের নির্বাচন দেখাল, শাসক দল ভোটে জিততে যে কোনও স্তরে নামতে পারে, এমন মন্তব্যও করে তারা। শিবসেনা বলেছে, মোদী বিজেপি ১৫১টা আসন জিতবে বলেছিলেন, অমিত শাহ ১৫০-র বেশি আসন পেলে আসল জয় হবে বলেছিলেন। কিন্তু গুজরাতের জনতা তাঁদের ১০০ আসনও দেয়নি।
শিবসেনার অভিমত, গুজরাতের শহুরে শ্রেণি বিজেপির দিকে ঝুঁকলেও গ্রামই হল আসল ভারত যেখানে কৃষক ও শ্রমিকদের সমস্যার সমাধান হয়নি।
গতকাল বড় শরিককে খোঁচা দিয়ে শিবসেনা এও বলেছিল, যারা একনায়কতন্ত্রের শাসনে বিশ্বাস করে, তাদের কাছে গুজরাত ভোটের ফল সাবধান হওয়ার ঘন্টা বাজিয়ে দিল।
গুজরাত জয়ের জন্য ইভিএমেও মালা পরাক বিজেপি! ফের খোঁচা শিবসেনার
Web Desk, ABP Ananda
Updated at:
20 Dec 2017 05:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -