রাজ্যে ঔরঙ্গজেবের চিহ্ন রাখব না, শিবসেনার হুঙ্কার, ঔরঙ্গাবাদের নাম বদল নিয়ে মহারাষ্ট্রে শরিকি সঙ্কট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jan 2021 12:33 PM (IST)
সামনার বক্তব্য, মহারাষ্ট্রের বিরাট সংখ্যক মানুষ এই নাম পরিবর্তনের পক্ষে। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, ঔরঙ্গজেবের অন্য সব ধর্মের প্রতি তীব্র ঘৃণা ছিল।
মুম্বই: বেশ কিছুদিন ধরে তারা টার্গেট করেছিল ছেড়ে আসা শরিক বিজেপিকে। কিন্তু এবার বিজেপিকে ছেড়ে যাদের হাত ধরেছে সেই কংগ্রেসকেই নিশানা করল শিবসেনা। সেনা মুখপত্র সামনায় তারা কংগ্রেসকে আক্রমণ করেছে, ভোট ব্যাঙ্কের খাতিরে বেশি বেশি সেকুলারি দেখাচ্ছে বলে।
শিব সেনা জানিয়েছে, তারা ঔরঙ্গাবাদের নাম পাল্টে ছত্রপতি শিবাজির পুত্র শম্ভুজির নামে শম্ভাজিনগর রাখতে চায়। কিন্তু কংগ্রেস সহ কয়েকটি দল এতে আপত্তি করেছে। সামনায় লেখা হয়েছে, মরাঠাওয়াড়ার সরকারি কাগজপত্রে ঔরঙ্গাবাদের নাম পাল্টে শম্ভাজিনগর করা নিয়ে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। কংগ্রেসের মত সেকুলার দলগুলো ঔরঙ্গাবাদ পাল্টে শম্ভাজিনগর করতে আগ্রহী নয় কারণ তাতে সংখ্যালঘু মুসলমান সমাজ অসন্তুষ্ট হবে, আর তাদের ভোট ব্যাঙ্কে প্রভাব পড়বে। অর্থাৎ তাদের সেকুলার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে।
সামনার বক্তব্য, মহারাষ্ট্রের বিরাট সংখ্যক মানুষ এই নাম পরিবর্তনের পক্ষে। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, ঔরঙ্গজেবের অন্য সব ধর্মের প্রতি তীব্র ঘৃণা ছিল। তিনি হিন্দু-শিখদের ওপর অত্যাচার চালিয়েছিবেন। আজ তাঁর ফেলে যাওয়া ধ্বংসাবশেষে আমরা গুরুত্ব দেব কেন? ঔরঙ্গজেব কে ছিলেন তা অন্তত মহারাষ্ট্রে ব্যাখ্যা করার দরকার নেই... তাই কোনও প্রকৃত মরাঠি এবং কট্টর হিন্দুর পক্ষে ঔরঙ্গজেবের প্রতি কোনও টান অনুভব করার কারণ নেই। লেখা হয়েছে প্রবন্ধে।
সামনার বক্তব্য, যারা নাম পরিবর্তনের বিরুদ্ধে, তাদের প্রশ্ন, ঔরঙ্গাবাদ নাম পাল্টানোর ফলে মানুষের সমস্যার কোনও সমাধান হবে কি? যা কিছু হতে পারে। কিন্তু অন্তত পক্ষে মহারাষ্ট্রে ঔরঙ্গজেবের কোনও চিহ্ন রাখা চলবে না। অসংখ্য মানুষ আছেন যাঁরা এই নাম পরিবর্তনের সিদ্ধান্তের পক্ষে।
সেনা মুখপত্র আরও বলেছে, ঔরঙ্গজেবের নির্দেশে মহারাষ্ট্রের রাজা শম্ভুজির ওপর নির্মম অত্যাচার করে মুঘলরা তাঁকে খুন করে। তাঁর খণ্ড খণ্ড দেহ পুনের কাছে রাস্তায় ছড়িয়ে দেওয়া হয়। বিরোধীদের ঠিকমত ইতিহাস পড়ার পরামর্শ দিয়ে তারা বলেছে, ঔরঙ্গজেব কখনও ধর্মনিরপেক্ষ ছিলেন না। তিনি ইসলামের প্রসার চেয়েছিলেন... মহারাষ্ট্রে ঔরঙ্গজেবের নামে একটাও শহর থাকা উচিত না... এতে মরাঠি অস্মিতাই বলুন বা যাই বলুন, কিন্তু ঔরঙ্গজেবকে যদি কেউ ভালবেসে থাকে, তবে তাকে কোণঠাসা করা হোক। এই আচরণ ধর্মনিরপেক্ষ নয়!
মহারাষ্ট্রের মহা বিকাশ আগাধি সরকার চালাচ্ছে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি জোট। কিছুদিন ধরে নানা বিষয়ে তাদের মধ্যে ঠোকাঠুকি শুরু হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -