নয়াদিল্লি: অবশেষে পাল্টা তাদের কর্মীর নিগ্রহকারী শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে ভবিষ্যতে তাদের কোনও বিমানে না তোলার সিদ্ধান্ত ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। কর্মীমহলে ব্যাপক অসন্তোষ ধূমায়িত হচ্ছে আঁচ করে আজ বিকাল ৪টায় তাঁর দিল্লি থেকে পুণেতে ফেরার এআই ৮৪৯ ফ্লাইটের বুক করা রিটার্ন টিকিটও বাতিল করেছে তারা।

শুধু এয়ার ইন্ডিয়াই নয়, বসার আসন নিয়ে সরকারি বিমান সংস্থার কর্মীকে পা থেকে চটি খুলে মারা ওই শিবসেনা সাংসদকে  এখন থেকে কোনও বিমানে সওয়ারি হিসাবে নেবে না বলে জানিয়ে দিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স সংগঠনের সদস্য বিমান কোম্পানিগুলিও, যাদের মধ্যে আছে ইন্ডিগো, জেট এয়ারওয়েজ, স্পাইসজেট, গোএয়ার। এয়ার ইন্ডিয়া এই জোটে নেই। তবে তাদের পাশে দাঁড়িয়ে বেসরকারি বিমান কোম্পানিগুলি এক  বিবৃতিতে বলেছে, অবিলম্বে এই এমপি-কে আমাদের  সব  ফ্লাইটের যাত্রী হওয়া থেকে নিষিদ্ধ করা হল। আমাদের কথা হল, কর্মী  মনোবল অটুট রাখতে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এমন ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত।

গতকাল অল ইকোনমি ফ্লাইটে  উঠেও কেন তাঁকে বিজনেস ক্লাসের সিট দেওয়া হয়নি, এই প্রশ্ন তুলে ৬০ বছর বয়সি এয়ার ইন্ডিয়া কর্মীকে জুতোপেটা করে বিতর্কে জড়িয়ে পড়েছেন মহারাষ্ট্রের ওসমানাবাদের ওই শিবসেনা সাংসদ। যদিও সমালোচনার মুখেও তিনি এদিন নির্বিকার। নিজের কুরুচিকর আচরণের জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, জানিয়ে তিনি বলেছেন, অনুতাপের কী আছে!

এদিকে সুকুমার নামে যে এয়ার ইন্ডিয়া কর্মী নিগৃহীত হয়েছেন, তিনি  ঘটনা সম্পর্কে জানিয়েছেন, আমি ওই সাংসদকে শুধু অনুরোধ করেছিলাম বিমান থেকে নেমে দাঁড়াতে, কারণ সাফাইকর্মীরা তাঁদের কাজ করছিলেন। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তো ভদ্র আচরণ কাম্য।

বেসরকারি বিমান সংস্থাগুলির শীর্ষকর্তাদের অভিমত, ঘটনাটি তাঁরা কঠোর অবস্থান থেকে দেখছেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, শিবসেনা এমপি  যা করলেন, তারপর তারা ভাবছে, এ ধরনের অভদ্র যাত্রীদের নিয়ে  একটি নো ফ্লাই লিস্ট তৈরি করা হবে, যাতে তাঁরা বিমানে চড়ার সুযোগ না পান। এমন উদ্যোগে তাদের সায় রয়েছে বলে জানিয়েছে বেসরকারি বিমান কোম্পানিগুলি।

শিবসেনাও ঘটনাটির নিন্দা করে গায়কোয়াড়ের ব্যাখ্যা চেয়েছে। এমন আচরণ সমর্থন করে না বলে জানিয়েছে তারা। গায়কোয়াড়ের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ জমা পড়েছে দিল্লি পুলিশের কাছে।