লাতুর: এয়ার ইন্ডিয়া কর্মীকে জুতোপেটা করার ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনটা আর হবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, মেজাজের ওপর এখনও বিন্দুমাত্র নিয়ন্ত্রণ আসেনি শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের। এবার তিনি মহারাষ্ট্রের লাতুরে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ।

লাতুরে এটিএম থেকে টাকা বার করতে গিয়েছিলেন গায়কোয়াড়। বেশ কয়েকটি এটিএম ঘোরাঘুরি করেও টাকা মেলেনি। রেগে মেগে একটি এটিএমের সামনে সমর্থকদের নিয়ে হইচই, বিক্ষোভ শুরু করেন তিনি।

শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি বিরোধী স্লোগান। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে বোঝানোর চেষ্টা করলে উল্টে পুলিশকর্মীদের শাসান গায়কোয়াড়, উর্দি খুলে নেওয়ার হুমকি দিতেও ছাড়েননি।



এয়ার ইন্ডিয়া কর্মীকে এই শিবসেনা সাংসদ জুতোপেটা করার পরেও এখনও অবশ্য তাঁর কোনও শাস্তি হয়নি। তাই এয়ার ইন্ডিয়া দিল্লি পুলিশকে চিঠি লিখে জানতে চেয়েছে, এখনও কেন পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিল না।