নয়াদিল্লি: প্রণব মুখোপাধ্যায় আর সক্রিয় রাজনীতি করবেন না। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি উড়িয়ে এমনই জানালেন প্রাক্তন রাষ্ট্রপতির মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি ট্যুইট করে বলেছেন, ‘মিস্টার রাউত, আমার বাবা ভারতের রাষ্ট্রপতির পদ থেকে অবসর গ্রহণের পরে আর সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন না।’



রাউত দাবি করেছেন, আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে প্রধানমন্ত্রী হিসেবে প্রণবের নাম প্রস্তাব করতে পারে আরএসএস। এই শিবসেনা নেতা বোঝাতে চাইছিলেন, নাগপুরে আরএসএস-এর সদর দফতরে অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য এটাই ছিল। তবে রাউতের এই দাবি খারিজ করে দিলেন শর্মিষ্ঠা।