মুম্বই: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে গোপালকৃষ্ণ গাঁধীকে প্রার্থী করায় কংগ্রেসের তীব্র সমালোচনা করল শিবসেনা। গোপালকৃষ্ণ মুম্বই বিস্ফোরণে জড়িত থাকার অপরাধে মৃত্যুদণ্ডের সাজা পাওয়ার পর ইয়াকুব মেমনকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বলে দাবি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের। তিনি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে কটাক্ষ করে বলেছেন, ‘ম্যাডামজি, আপনি গোপালকৃষ্ণ গাঁধীকে উপ-রাষ্ট্রপতি প্রার্থী করেছেন। তিনি ইয়াকুব মেমনের ফাঁসি রোখার জন্য সবরকম চেষ্টা করেছিলেন।’
১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইয়ের বিভিন্ন অঞ্চলে মোট ১৩টি বিস্ফোরণ হয়। ২৬০ জনের মৃত্যু হয় এবং সাতশোর বেশি মানুষ জখম হন। এই ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে সরাসরি যুক্ত থাকার দায়ে ২০১৫ সালের ৩০ জুলাই মেমনকে ফাঁসি দেওয়া হয়। তার মৃত্যুদণ্ড রদ করার জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হন গোপালকৃষ্ণ। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মৃত্যুদণ্ডের বিরোধিতার কথাও উল্লেখ করেন তিনি। যদিও প্রণব সেই আবেদনে সাড়া দেননি। মহাত্মা গাঁধীর প্রপৌত্র সেই সময় মেমনের পাশে দাঁড়ানোয় এখন তাঁর বিরোধিতায় সরব শিবসেনা।
ইয়াকুব মেমনের ফাঁসি রোখার চেষ্টা, উপ-রাষ্ট্রপতি প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীর বিরোধিতা শিবসেনার
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jul 2017 12:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -