জম্মু: শনিবার জম্মুর কাঠুয়ায় জম্মু-পঠানকোট হাইওয়ে অবরোধ করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কুশপুতুল পুড়িয়ে, সরকার-বিরোধী স্লোগান দিয়ে নিহত হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির ভাই খালিদের পরিবারকে এক্স গ্রাশিয়া দেওয়ার প্রতিবাদ জানাল শিবসেনা। দলের নেতা রাধে মহারাজের নেতৃত্বে বিক্ষোভ চলে।  বুরহানের বাড়ির লোককে সরকারের ঘর থেকে অর্থসাহায্য দেওয়া খুবই দুর্ভাগ্যজনক, বলেন মহারাজ। মেহবুবার 'আসল চেহারা' বেরিয়ে পড়ল বলেও মন্তব্য করেন তিনি।


প্রসঙ্গত, গত বছরের ১৩ এপ্রিল পুলওয়ামার ট্রালে নিরাপত্তাবাহিনীর সন্ত্রাস দমন অভিযানে নিহত হয় বুরহানের ভাই। সম্প্রতি তার পরিবারকে এককালীন অনুদান মঞ্জুর করেছে ক্ষমতাসীন পিডিপি-বিজেপি জোট সরকার, যা নিয়ে ক্ষোভেপ পারদ চড়ছে ক্রমশ।