কলকাতা: বৃহস্পতিবার মহারাষ্ট্রের শিবাজি পার্কে ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন উদ্ধব ঠাকরে। বুধবারের মহাজোটের বৈঠকের পর এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে আগামীকাল উদ্ধবের শপথের সঙ্গেই শপথ নেবেন অন্তত ৪১ জন মন্ত্রী। এদের মধ্যে একজন ডেপুটি হিসেবে শপথ গ্রহণ করবেন এবং সেই বিধায়ক হবেন শরদ পওয়ারের এনসিপি থেকেই।


আরও যা জানা গিয়েছে, ১৫ জন শিবসেনা বিধায়ক নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন। আর বাকি ২৬ মন্ত্রীর মধ্যে ১৩ জন থাকবেন মহারাষ্ট্র বিকাশ আঘাদি জোটের দ্বিতীয় শরিক এনসিপি থেকে। আর বাকি ১৩ জন মন্ত্রী শপথ নেবেন জোটের তৃতীয় শরিক কংগ্রেস থেকে। সূত্রের খবর, স্পিকার পদও পাবে কংগ্রেস।


প্রসঙ্গত, মহারাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম শিবসেনার সঙ্গে জোট করছে এনসিপি এবং কংগ্রেস। একই সঙ্গে এবারই প্রথম, শিবসেনা পরিবারের কোনও সদস্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণের কথা জানিয়েছে নবান্ন। তবে মুখ্যমন্ত্রী কাল উদ্ধবের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন কিনা সেবিষয়ে এখনও কোনও পাকাপোক্ত খবর নেই।


প্রসঙ্গত, কাল শপথ গ্রহণ সমারোহের আগে আজ মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে মহারাষ্ট্রের আগামী জোট সরকারে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, এনসিপি নেতা শরদ পওয়ার এবং কংগ্রেস নেতা আহমেদ পটেল। তাঁরাই মন্ত্রিত্বের ভাগাভাগি নিয়ে যাবতীয় ফয়সলা করেন।